শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ১২ নভেম্বর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ নভেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার (১২ আগস্ট) প্রসিকিউশনের সময় আবেদনের পর বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলায় মোট ২১ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে আজ আদালতে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বর থেকে হেফাজতের নেতাকর্মীদের অবরোধ তুলে দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায়। এতে অসংখ্য মানুষ নিহত, আহত ও গ্রেপ্তার হয়। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সামাজিক কর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস, হাছান মাহমুদ, হাজী সেলিম, সালমান এফ রহমান, শামীম ওসমান, তারিক আহমেদ সিদ্দিকী, বেনজীর আহমেদ, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, তুরিন আফরোজ, ইমরান এইচ সরকার, মোজাম্মেল হক বাবু, আহমেদ জোবায়ের, সুভাস সিংহ রায়, নাইমুল ইসলাম খান, আজিজ আহমেদ ও এনএসআই’র মো. মনজুর আহমেদ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর তার শাসনামলের বিভিন্ন সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও গুমের বিচারের দাবি জোরদার হয়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার শুরু হয়েছে। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে এসব মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT