তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া

সাবাস বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারের স্বীকৃতি দিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা বিশ্বাস করে যে “ইসলামিক আমিরাত অব আফগানিস্তানকে” স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।

এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে এক বৈঠকে বলেন, রাশিয়ার এই পদক্ষেপ অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, “স্বীকৃতির প্রক্রিয়া শুরু হলো, এবং রাশিয়াই প্রথম সাহসিকতার সঙ্গে এগিয়ে এলো।”

তবে রাশিয়ার এই পদক্ষেপ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নজরদারিতে পড়তে পারে। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র তাদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এছাড়া যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার জব্দ করে এবং তালেবানের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে দেশটির ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক লেনদেন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে।

২০২৪ সালের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র” বলে উল্লেখ করেন। এর আগে এপ্রিল মাসে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার পুরনো রায় বাতিল করে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT