ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে রাবির বড় অগ্রগতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
২০ জুলাই বিইউপিতে শহীদ স্মরণ অনুষ্ঠান মসজিদ উদ্বোধনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিবের মর্মান্তিক মৃত্যু দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে মৃত ৪, নিখোঁজ ২, হাজারো মানুষ গৃহহীন ইসরায়েল ‘সমস্ত বন্দিমুক্তির প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির ঘোষণা হামাসের মিঠুনের পা ছোঁয়া, মোদির জড়ানো—দুর্গাপুরে এক অভিনব নাট্যচিত্র ঢাকা শহরের বুকে ‘চাপাতি হাতে ছিনতাই’, নীরব ছিল জনতা ও পুলিশ সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে লাখো জনতার ঢল, শৃঙ্খলা-পরিকল্পনায় নজিরবিহীন উদাহরণ ইবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ‘টর্চ লাইট’ মিছিল, তদন্তের দাবিতে স্লোগানে মুখর ক্যাম্পাস শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে রাবির বড় অগ্রগতি

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে
ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০০-এর মধ্যে ৪৮.৩ স্কোর করে এই র‌্যাঙ্কিংয়ে ৬৩৮তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৮৪তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৫-২৬ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর ১০০-এর মধ্যে ৪১.৩ স্কোর পেয়েছিল এ বিদ্যাপীঠ। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ৬৩৮তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪২তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। দেশীয় অবস্থানের উন্নতি না হলেও এশিয়া ও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ভালো করেছে বিশ্ববিদ্যালয়টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আরো ৬টি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং করেছে। ৪৯.৫ স্কোর নিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৬০৪তম, এশিয়ার মধ্যে ১৭২তম)। যা গত বছরের থেকে অবনতি ঘটেছে। গত বছর ৫২.৩ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং ৫৬০তম ও এশিয়ার মধ্যে ১৪৬তম অবস্থানে ছিল ঢাবি। ৪০.৩ স্কোর নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১০২২তম, এশিয়ার মধ্যে ৩৩৫তম)।
 ৩৩.৮ স্কোর নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪০৮তম, এশিয়ার মধ্যে ৫১৮তম), ৩৩.৩ স্কোর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চম (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪৩৫তম, এশিয়ার মধ্যে ৫৩০তম), ৩২.৫ স্কোর নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪৭৬তম, এশিয়ার মধ্যে ৫৪৯তম)। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম এলেও কোনো র‌্যাঙ্কিং করা হয়নি।
জানা যায়, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংটি সবচেয়ে প্রভাবশালী র‌্যাঙ্কিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বের ১০৫টি দেশের শীর্ষ ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ের আওতায় এসেছে।
র‍্যাঙ্কিংটি ১৩টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অ্যাকাডেমিক গবেষণা কর্মক্ষমতা পরিমাপ করে। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালগুলোর বৈশ্বিক এবং আঞ্চলিক খ্যাতিও বিবেচনায় রাখা হয়েছে।
এ বছরের এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়গুলো হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT