রাকসু নির্বাচনের কবে অনুষ্ঠিত হবে? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কুবিতে ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা শিক্ষক নিয়োগ বোর্ড ঠেকাতে ইবি বিভাগের সভাপতিকে অপহরণের অভিযোগ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত

রাকসু নির্বাচনের কবে অনুষ্ঠিত হবে?

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে অনুষ্ঠিত হবে— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও, রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন।
এরইমধ্যে বুধবার (১৮ জুন) দুপুরে রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। তিনি জানান, “রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই সুখবর দিতে পারবো।”
ডাকসু এবং জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেও, কেন রাকসু নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, “নির্বাচন কমিশন নিয়মিত পরিসরেই বৈঠক করছে। আমরা আশা রাখছি, খুব শীঘ্রই সুখবর দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে নয়; বরং আমাদের অভিজ্ঞতাটাই যেন তারা ভবিষ্যতে নিতে পারে—এ ধরণের কনফিডেন্স নিয়েই আমাদের কমিশন কাজ করছে।”
অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ আরো জানান, “নির্বাচনের আগে যেসকল কাজগুলো থাকে, সেগুলো আমরা শুরু করেছি ঈদের আগেই। অংশীজনদের সাথে বৈঠক করার প্রক্রিয়াগুলো চলছে; প্রভোস্টদের সাথেও কথা বলা শেষ হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের গ্রুপসহ ছাত্রদের সাথে আমরা বসবো।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT