সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা কুমিল্লার উজ্জল ইতিহাস রচনা করলেন হিমালয়ের তিন ট্রেইল সাইকেলে অতিক্রম করে শ্রীবরদীতে মহিলা দলের উঠান বৈঠক ও হুইলচেয়ার বিতরণ গুরুতর রোগীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ, কঠোর স্বাস্থ্য যাচাই চালু গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন জুলাই হত্যা মামলার রায় ১৩ নভেম্বর, সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা — জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জে রেল অবরোধ

সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকালে সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিক সরকার ও সয়দাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।

মানববন্ধনে বক্তারা সয়দাবাদ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। একপর্যায়ে তারা ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। পরে স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। তবে সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সয়দাবাদ রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ এলাকার যাত্রীদের নিকটবর্তী বড় স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। বিশেষ করে বয়স্ক, নারী ও শিক্ষার্থীদের ভোগান্তির মাত্রা আরও বেশি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সয়দাবাদ রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হলেও এখান থেকে আন্তঃনগর ট্রেন থামানোর ব্যবস্থা নেই। অথচ প্রতিদিন অসংখ্য যাত্রীকে বিভিন্ন জেলায় যাতায়াত করতে হয়। বক্তারা দাবি করেন, দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে স্থানীয়দের আরও বড় পরিসরে আন্দোলনে যেতে হবে।

অবরোধ চলাকালে স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। স্টেশন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে তারা রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT