নোটিশ:

৯ কোটি ৬৭ লাখ টাকার ঘড়ি হাতে বল করলেন হার্দিক পান্ডিয়া

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
হার্দিক পান্ডিয়া, ঘড়ি, রিশা মিলের ঘড়ি,ভারত, চ্যাম্পিয়নস ট্রফি, পাকিস্তান, বল হাতে, বিরাট কোহলি, সেঞ্চুরি, বাবর আজম, সৌদ শাকিল, সুইজারল্যান্ড, RM 27-02 মডেল, ঘড়ির দাম, ৯ কোটি ৬৭ লাখ টাকা, রাফায়েল নাদাল, গ্রেড-৫ টাইটেনিয়াম, নীলকান্তমণি স্ফটিক, কার্বন ফাইবার, জেসমিন ওয়ালিয়া, টেলিভিশন ব্যক্তিত্ব, ভারতীয় বংশোদ্ভূত, বিচ্ছেদ, অলরাউন্ডার, গায়িকা

ভারত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। বাংলাদেশের পর পাকিস্তানকেও সহজেই পরাজিত করেছে দলটি। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হার্দিক পান্ডিয়া।

পাকিস্তানের ইনিংসে প্রথমে বাবর আজমকে ফিরিয়ে দেন পান্ডিয়া। এরপর সর্বোচ্চ ৬২ রান করা সৌদ শাকিলকে আউট করেন, যা পাকিস্তানের ইনিংস ছোট রাখতে সহায়তা করেছে।

তবে খেলার পাশাপাশি পান্ডিয়া আলোচনায় এসেছেন আরেকটি কারণে। বোলিংয়ের সময় তাঁর হাতে দেখা গেছে একটি বিশেষ ঘড়ি, যা নেট দুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিশা মিলের তৈরি আরএম ২৭-০২ মডেলের ঘড়ি। এটির মূল্য ৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বে মাত্র ৫০টি এমন ঘড়ি রয়েছে।

এই অত্যাধুনিক প্রযুক্তির ঘড়িটি মূলত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য তৈরি করা হয়েছিল। গাড়ির চেসিসের উপাদানে তৈরি এই ঘড়ির ফিতায় রয়েছে ক্লে কোর্টের প্রতীকী রঙ। ঘড়ির কাঠামোতে ব্যবহার করা হয়েছে গ্রেড-৫ টাইটেনিয়াম, নীলকান্তমণি স্ফটিক এবং কার্বন ফাইবার।

এদিকে, ম্যাচের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়া। পান্ডিয়া উইকেট নেওয়ার পর তাঁর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন জেসমিন। ধারণা করা হচ্ছে, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর জেসমিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT