ঢাকার শহীদ মিনার তুলে কলকাতায় আনার আবদার ময়ূখ -এর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

ঢাকার শহীদ মিনার তুলে কলকাতায় আনার আবদার ময়ূখ -এর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে
শহীদ মিনার কলকাতায় স্থানান্তরের আবদার করে ময়ূখ পোস্ট করেছে
শহীদ মিনার কলকাতায় স্থানান্তরের আবদার করে ময়ূখ পোস্ট করেছে

সম্প্রতি রিপাবলিকান বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট ময়ূখ রঞ্জন ঘোষ, যাকে নেটিজেনরা “হকার সাংবাদিক” হিসেবে চেনে, একটি ফেসবুক পোস্টর মাধ্যমে ঢাকায় অবস্থিত শহীদ মিনারটি কলকাতায় স্থানান্তরের আবদার করেছে।

তার পোস্টটি হুবহু উদ্ধৃত  হলো:
”এই ২১ ফেব্রুয়ারি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি তুলে কলকাতায় আনার দাবি জানাচ্ছি। ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ, তাদের স্মৃতি, স্মারক, তাদের বই, দলিল, তাদের উত্তরাধিকার অবিলম্বে কলকাতায় স্থানান্তরিত করার আবেদন জানাচ্ছি। কলকাতার বাঙালিরা বাংলাভাষাকে, তার ঐতিহ্যকে সুরক্ষিত রাখবে।
পশ্চিমবঙ্গ শুধু হি ন্দু বাঙালির নয়, বাংলা ভাষারও হোমল্যান্ড হিসেবে উঠে আসুক।
বাং লা দেশ নামেই শুধু বাং লা দেশ। আসলেও দেশটা উর্দুদেশ হয়ে গেছে। বাং লা দেশ আর বাং লা দেশ নেই! পূর্ব পাকিস্তান এর এটি।
এদের জন্য রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত জান দেয়নি। এদের জন্য অভ্র ফন্ট আর অ্যাপ তৈরি হয়নি। এরা আরবি আর উর্দুকে আগলে ধরে বাংলাকে দূরে সরাচ্ছে।”

তার আবদারে বোঝা যাচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি তার জানা নেই। ইট পাথরের এই ডিজাইনটি কলকাতায় করার সামর্থ্য নেই, এখান থেকে তুলে নিতে হবে।
ময়ূখ তার ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝাতে চাইছে- বাংলা ভাষার ইতিহাস সংরক্ষণ করার সামর্থ্য নেই, এটা পশ্চিমবঙ্গ করতে পারবে।
যদিও ময়ূখ বরাবরই আলোচনার থাকার জন্য এইসব পোস্ট করে থাকে। তাই এসব দাবী নেটিজেনরা হাস্যকর ভাবেই গ্রহণ করেছে।

বাংলাদেশের অনেক ব্যাপারে ভারত বরাবর নাক গলিয়ে আসছে। ক্যাবল নেটওয়ার্ক এর প্রভাবে সাংস্কৃতিক আগ্রাসনে ভারত ও পশ্চিমবঙ্গ বেশ কিছু সংস্কৃতি প্রভাব পড়েছে বাংলাদেশের জণগণের উপর। ময়ূখ এর সাম্প্রতিক পোস্ট সাংস্কৃতিক আগ্রাসনের আরেক নমুনা মাত্র। এ হকার সাংবাদিক সাবেক স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারতে স্থানান্তর করার পর থেকে বর্তমান সরকারের সমালোচনা করে যাচ্ছে। শেখ হাসিনাকে ভারতে স্থানান্তরের পর শহীদ মিনারে স্থানান্তরের আবদার শুরু করলো। বস্তুত তারা বাংলাদেশকে তাদের কলকাতা তথা ভারতের অংশ বলে মনে করে তার প্রতিফলন মাত্র শুরু হয়েছে।

আরো পড়ুন: সেন্টমার্টিন বিক্রির বিষয়ে প্রেস সচিবের কাছে জানতে চাইলেন ময়ূখ

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT