গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হয় বিশাল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা।
এই প্রতিবাদের দিনেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, গাজার অধিকাংশ এলাকায় হামলার মাত্রা আরও বাড়ানো হবে। তিনি জানান, দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস শহরের মধ্যবর্তী অংশে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ ইতোমধ্যেই দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া ওই অঞ্চলের ফিলিস্তিনিদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের রকেট হামলার জবাবে এসব এলাকায় অভিযান চালানো হবে।
বিবিসির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে স্বল্পকালীন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিচ্ছে, ফলে নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে বহু ফিলিস্তিনি।
এদিকে, আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, যেখানে হাসপাতালের জরুরি বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১৭ মাস ধরে চলমান ইসরায়েল-গাজা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন লাখো মানুষ, এবং ঘরহারা হয়েছেন আরও লাখ লাখ।