
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিডিজবসে একাধিক বিষয়ে লেকচারার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৫
লেকচারার পদে নিয়োগ যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
- সকল ক্ষেত্রে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা
- শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- নবীন প্রার্থীরাও প্রভাষক পদের জন্য আবেদন করতে পারবেন।
দায়িত্ব ও প্রাসঙ্গিক তথ্য
বিভাগসমূহ:
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) (মেজর: পাওয়ার)
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- মাইক্রোবায়োলজি
- ইংরেজি
- পরিসংখ্যান
- আন্তর্জাতিক পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট (ITHM)
- বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) (মেজর: মার্কেটিং)
দায়িত্বসমূহ:
- পাঠ পরিকল্পনা, লেকচার উপকরণ প্রস্তুত এবং পাঠ্যক্রম উন্নয়ন করা।
- বিভাগ কর্তৃক নির্ধারিত ক্লাস নেওয়া।
- ক্লাস পরীক্ষা, কুইজ এবং চূড়ান্ত পরীক্ষা পরিচালনা করা।
- শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা।
- প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়ন করা।
- বিভাগীয় ও সাধারণ সভায় অংশগ্রহণ করা।
- শিক্ষার্থীদের পরামর্শ প্রদান এবং টিম ওয়ার্কে কাজ করা।
- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদন করা।
সুবিধা ও সুযোগ-সুবিধা
- প্রতি সপ্তাহে ২ দিন ছুটি।
- বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী সুবিধা প্রদান করা হবে।
চাকরির ধর
কর্মস্থল
আবেদন প্রক্রিয়া
ইমেইলের মাধ্যমে আবেদন:
আপনার সিভি ইমেইল করুন।
নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আপনার সিভি পাঠান: hrd.career@primeasia.edu.bd
অথবা,
হার্ড কপির মাধ্যমে আবেদন:
আবেদন ডাকযোগে বা ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সঙ্গে একটি সম্পূর্ণ সিভি, কভার লেটার, সমস্ত একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি, দুই (২) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং এক (১) কপি জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে অথবা ইমেইলের মাধ্যমে hrd.career@primeasia.edu.bd ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা:
রেজিস্ট্রার, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
স্টার টাওয়ার, ১২ কেমাল আতাতুর্ক এভিনিউ, বনানী সি/এ, ঢাকা-১২১৩।
ফোন: +88-02-222275501, 222275680, 222275694
ওয়েবসাইট: www.primeasia.edu.bd

বিজ্ঞপ্তির বিস্তারিত এই লিংকে পাওয়া যাবে।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd