আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা কুমিল্লার উজ্জল ইতিহাস রচনা করলেন হিমালয়ের তিন ট্রেইল সাইকেলে অতিক্রম করে শ্রীবরদীতে মহিলা দলের উঠান বৈঠক ও হুইলচেয়ার বিতরণ গুরুতর রোগীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ, কঠোর স্বাস্থ্য যাচাই চালু গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন জুলাই হত্যা মামলার রায় ১৩ নভেম্বর, সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা — জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে খোলা ড্রেনে যাত্রীবাহী একটি লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বুধবার (১৬ এপ্রিল) রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছিল। রাতে ৮টার দিকে ৮-১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা বাইপাইলের দিকে যাচ্ছিল। জামগড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খোলা ড্রেনে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে জমে থাকা পানি ও খোলা ড্রেনের কারণেই লেগুনা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT