নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
ইবিতে বর্ণাঢ্য র‍্যালি,পবিত্র মাহে রমজান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, স্লোগান, সমাবেশ, শিক্ষার্থী, রমজানের পবিত্রতা, অশ্লীলতা, বেহায়াপনা, রাসুলুল্লাহ, মুসলিম একতা, সেহরি, ইফতার, দ্রব্যমূল্য, কুরআন, শিক্ষার মাস, শয়তান, ইসলামী বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র‍্যালী শুরু হয়। এসময় তারা “দিনের বেলা পানাহার বন্ধ করো করতে হবে, দিনের বেলা পানাহার চলবে না চলবে না, রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো করতে হবে, রাসুলুল্লাহর অপমান সইবে নারে সইবে না, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো” এসব স্লোগান দেন।পরে র‍্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় র‍্যালী ও সমাবেশে  উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, আল হাদিস বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসাইন রহাত ও মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্যে  আল কুরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম ক্যাম্পাসে যত দোকানপাঠ আছে সেগুলো দিনের বেলায় বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন “রমজান আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, এ মাসে সকল প্রকার বেহায়াপনা বন্ধ করতে হবে।”
ইসমাইল হোসাইন রাহাত বলেন,” সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে,সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।”
সাধারন শিক্ষার্থী আবু মুসা বলেন,” দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে ওটা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে,কুরআন নাজিলের মাসে কুরআান প্রতিষ্ঠায় ইবি সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হোক রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।”
মাহমুদুল হাসান বলেন,” রমজান শুধু উপবাস থাকার জন্য নয়,এটা আমাদের শিক্ষার মাস,রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে।রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে।”  ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাসই মোক্ষম সময় বলেও জানান তিনি।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT