নোটিশ:

ইবিতে শিবিরের গণ ইফতার কর্মসূচি

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
শিবির শিক্ষার্থীদেরা আয়োজনে ইবিতে গণইফতার,ইবি শিবিরের গণ ইফতার,ইসলামী বিশ্ববিদ্যালয় ইফতার, ইবি ছাত্রশিবির, গণ ইফতার কর্মসূচি, রমজান ইফতার আয়োজন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির, ইবি শিক্ষার্থীদের ইফতার, বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজন, ইফতার বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য ইফতার, ইসলামী বিশ্ববিদ্যালয় রমজান, ক্যাম্পাস ইফতার মাহফিল, ছাত্রশিবিরের উদ্যোগ, ইবি রমজান কর্মসূচি, শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম
শিবির শিক্ষার্থীদেরা আয়োজনে ইবিতে গণইফতার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে ছেলেদের এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন মেয়েদের মাঝে সতেরো শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
সরজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের ইফতার আমন্ত্রণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসরের নামাজ পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পার্শ্ববর্তী মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে সমবেত হয়। এসময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “আমরা পুরো মাস ব্যাপী ইফতার কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছি। পূর্বে আমরা বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীলদের সাথে ইফতারির আয়োজন করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতারির আয়োজন করেছি, প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে। প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে আমারা ইফতার বিতরণ করতে পেরেছি।”
শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একদিন ইফতার করানোর ব্যবস্থা করেছি আমরা। ছাত্রশিবির ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করবে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “ক্যাম্পাসে শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে।”
শিক্ষার্থী মোহাম্মদ সাদিক বলেন, “বাড়ি থেকে অনেক দূরে থাকায় পরিবারের সাথে ইফতার করতে না পারায় কষ্ট লাগে। কিন্তু আজকে এত এত মানুষের সাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে।”
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT