আওয়ামী লীগ সমর্থকদের একটি ফেসবুক পেজ ‘বঙ্গবন্ধু মিডিয়া ইউনিট’ পোস্ট দিয়েছে “ইন্ডিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমাদের প্রিয় নেত্রী”, যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ঘটনা কি সত্য, নাকি গুজব তা এখনো জানা যায়নি। বিষয়টির আর কোথাও উল্লেখ পাওয়া যাচ্ছে না। তবে এই পোস্টের নিচে যথারীতি আওয়ামী লীগ সমর্থকদের ‘ইনশাআল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ এর জোয়ার বইছে।
গত বছর জুলাই-আগস্ট মাসব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ০৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের দিল্লিতে লুটিয়েন্স বাংলোয় তিনি অবস্থান করে আসছেন বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত হওয়া গেছে। এই মুহুর্তে তিনি কেনই বা হঠাৎ করে লন্ডন যাবেন আর গেলে বিষয়টি এত গোপন কেন থাকবে যা তাদের দলের ভেরিফায়েড ফেসবুক পেজেও আসবে না তা প্রশ্ন উদ্রেককরই বটে! তবে কি গুজব লীগ হিসেবে সদ্য নিষিদ্ধ ঘোষিত এই দলটির নিছক আরও একটি গুজব এটি? আরও একটু অপেক্ষা করলে হয়ত সময়ই বলে দেবে সেই প্রশ্নের উত্তর।