ভারতের লোকসভায় সম্প্রতি পাস হওয়া ওয়াক্ফ সংশোধনী বিল এবং বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি নিজেদের ফেসবুক পেজে এক যৌথ বিবৃতিতে বিলটিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তির ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক বিবৃতিতে বলেন,
“ভারতের লোকসভায় ৩ এপ্রিল পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বিজেপি সরকারের সুপরিকল্পিত মুসলিম নিপীড়নের আরেকটি দৃষ্টান্ত। এই আইনের মাধ্যমে সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও আশ্রয় কেন্দ্রসহ মুসলিম ওয়াক্ফ সম্পত্তির ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেছে।”
নতুন সংশোধনী অনুযায়ী, ওয়াক্ফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে অন্তত দুইজন অ-মুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা মুসলিম ধর্মীয় সম্পত্তির স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়,
“ভারতে মুসলমানদের ওপর নিপীড়নের মাত্রা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ১৯৪৭ সালের দেশভাগের পর লক্ষ লক্ষ মুসলমান হত্যা, নির্যাতন ও বিতাড়িত হয়েছে। ১৯৮৪ সালের শিখ আন্দোলন, ২০০২ সালের গুজরাট দাঙ্গা, ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গা, ২০১৪ সালের পাটনা সহিংসতা এবং ২০১৯ সালের দিল্লি দাঙ্গার মতো বহু ঘটনায় মুসলমানরা চরম নির্যাতনের শিকার হয়েছেন।”
নেতারা আরও বলেন, ভারতে প্রায় ২৫ কোটি মুসলমান বাস করেন, যা দেশটির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। কিন্তু মুসলিমদের ওপর দমনমূলক আইন চাপিয়ে দিয়ে দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
ছাত্রশিবিরের নেতারা মুসলমানদের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে বলেন,
“ভারতের ইতিহাস ও সংস্কৃতির গঠনে মুসলিম শাসকদের অপরিসীম ভূমিকা রয়েছে। তাজমহল, লাল কেল্লা, কুতুব মিনার, হাযারদুয়ারি ও গোল গুম্বাজের মতো বিখ্যাত স্থাপত্য মুসলিম শাসকদের সৃষ্টি।”
এছাড়া, বিজ্ঞান, শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রেও মুসলমানরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মুসলিম বিজ্ঞানীরা ভারতের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র, স্যাটেলাইট উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র উন্নয়নে অবদান রেখেছেন।
বিবৃতিতে ছাত্রশিবির দাবি করে,
“ভারত একটি বহুধর্মীয় ও বহু জাতিগত দেশ। সেখানে কোনো একক ধর্মের আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস অগ্রহণযোগ্য।”
সংগঠনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতীয় মুসলমানদের অধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।