শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নওগাঁয় নির্বাচনী প্রচারণা জোরদার, বিএনপি ও জামায়াতের প্রার্থীরা মাঠে সক্রিয় শেকৃবি ক্যাফেটেরিয়ায় চরম অব্যবস্থা, নোংরা পরিবেশ ও নিম্নমানের খাবারে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি স্কটল্যান্ডের এডিনবার্গে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট উৎসব ‘ইহুদী-বিদ্বেষী’ তকমা পাচ্ছে ইলন মাস্কের এআই গ্রক! দেশজুড়ে ভয়াবহ বন্যা – পানিবন্দি লাখো মানুষ দাখিলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন! দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯% চলতি বছরের এসএসসি ফলাফলে নাটকীয় পতন – পাস হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে উল্লেখযোগ্যভাবে অন্বেষণ কোচিংয়ের লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার অশ্লীলতা, চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ স্পেনে অভিবাসন-বিরোধী ভক্সের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন সাংসদ রুফিয়ান

শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ

শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ এর ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে সংঘর্ষের এ ঘটনায় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এর আগেও একাধিকবার এমন সহিংসতার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ

সেনাবাহিনীর অভিযানে বালিয়াকান্দিতে অস্ত্র ও বোমা সহ গ্রেফতার ১

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষকের ওপর ভারতীয়দের হামলা

শনিবার সকালে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ ফের মুখোমুখি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় খোলা মাঠে হাতবোমা ছোড়াছুড়ির ঘটনা ঘটে এবং একে একে শতাধিক বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের একটি ১৫ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে সংঘর্ষরতদের বালতি ও হেলমেটসহ হাতবোমা নিক্ষেপ করতে দেখা যায়।

শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ এর খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের ফোন বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT