
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদব চন্দ্র বর্মণ (৩৮) নামে এক বাংলাদেশি কৃষক ভারতীয় নাগরিকদের মারধরের শিকার হয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, জেলার স্বীকৃতিহীন আন্তসীমান্তীয় মালদাহা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় ৯১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ হামলার ঘটনা ঘটে। মাধব চন্দ্র বর্মণ ওই এলাকার মৃত মদন মোহন বর্মণের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি মাছ ধরার কাজও করতেন।
স্থানীয়রা জানান, মালদাহা নদীতে উভয় দেশের বাসিন্দারা মাছ ধরেন। তবে এদিন ভারতীয় জেলেরা লোহাকুচির জেলেদের স্থাপিত বাঁশের তৈরি বিশেষ ফাঁদ (টেপরাই) সরিয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাধা দিলে ভারতীয় জেলেরা মাধবকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার পর সীমান্তের দুই পাশে গ্রামবাসীরা জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ ধরা নিয়ে বাংলাদেশি কৃষক মাধব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়।’
তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে, লালমনিরহাটের স্থানীয় প্রশাসন বিষয়টি গভীরভাবে নজরদারি করছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলছে। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে উভয় পক্ষই সমস্যা সমাধানে সম্মত হয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা আশা করছেন, দ্রুত এই সমস্যা সমাধান হবে এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd