লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষকের ওপর ভারতীয়দের হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষকের ওপর ভারতীয়দের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে
লালমনিরহাট সীমান্তে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদব চন্দ্র বর্মণ (৩৮) নামে এক বাংলাদেশি কৃষক ভারতীয় নাগরিকদের মারধরের শিকার হয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, জেলার স্বীকৃতিহীন আন্তসীমান্তীয় মালদাহা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় ৯১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এ হামলার ঘটনা ঘটে। মাধব চন্দ্র বর্মণ ওই এলাকার মৃত মদন মোহন বর্মণের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি মাছ ধরার কাজও করতেন।

স্থানীয়রা জানান, মালদাহা নদীতে উভয় দেশের বাসিন্দারা মাছ ধরেন। তবে এদিন ভারতীয় জেলেরা লোহাকুচির জেলেদের স্থাপিত বাঁশের তৈরি বিশেষ ফাঁদ (টেপরাই) সরিয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাধা দিলে ভারতীয় জেলেরা মাধবকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার পর সীমান্তের দুই পাশে গ্রামবাসীরা জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ ধরা নিয়ে বাংলাদেশি কৃষক মাধব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়।’

তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে, লালমনিরহাটের স্থানীয় প্রশাসন বিষয়টি গভীরভাবে নজরদারি করছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলছে। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে উভয় পক্ষই সমস্যা সমাধানে সম্মত হয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা আশা করছেন, দ্রুত এই সমস্যা সমাধান হবে এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT