হজে এজেন্সি কোটা না বাড়ানোর অনুরোধ বাংলাদেশের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক ট্রাম্পের সিদ্ধান্তে পুড়ে ছাই হচ্ছে ২৭ হাজার শিশুর খাবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বৃষ্টিতে ভেজা এবং হাঁচি-কাশি-জ্বর মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন সত্য গোপনে এক ধাপ এগিয়ে ‘প্রথম আলো’ ও ‘ঢাকা ট্রিবিউন’ ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য )পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

হজে এজেন্সি কোটা না বাড়ানোর অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

সৌদি সরকারের কাছে হজযাত্রীর কোটা না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব এরইমধ্যে ঘোষণা দিয়েছে, ২০২৬ সাল থেকে হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর সংখ্যা হবে দুই হাজার। তবে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এই সংখ্যা বাড়িয়ে না দিয়ে পূর্বের মতো এক হাজারই বহাল রাখার জন্য।

বৈঠকে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, এবারের হজে অননুমোদিত হজ পালন বন্ধ, হাজিদের যথাসময়ে নুসুক কার্ড সরবরাহ, মাসায়ের এলাকায় নির্বিঘ্ন পরিবহন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং মৃত্যুহার কমানোর জন্য সৌদি সরকারের উদ্যোগ প্রশংসনীয়।

আগামী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা আরও সহজ ও সুশৃঙ্খল করতে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন তিনি।
এরমধ্যে রয়েছে —

  • নুসুক মাসার ড্যাশবোর্ড তথ্যসমৃদ্ধ করা,
  • নুসুক মাসার তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও যাচাইয়ের ব্যবস্থা চালু,
  • মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় আরএফআইডি ট্র্যাকিং চালু,
  • মাসায়ের এলাকায় টয়লেট সংখ্যা বাড়ানো
  • পানির সরবরাহ নিশ্চিত করা এবং
  • মিনা-আরাফার তাঁবুতে বেডের সাইজ বড় করা।

এছাড়া হজের আবশ্যিক খরচ অগ্রিম ঘোষণা এবং বাংলাদেশ-সাউদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি হজযাত্রী পরিবহনে তৃতীয় ক্যারিয়ার চালুর বিষয়েও অনুরোধ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, কনসাল মো. আসলাম উদ্দিন এবং সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম। ডেপুটি মিনিস্টার ড. আল হাসান বাংলাদেশের সব সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশকে হজ ব্যবস্থাপনায় রোডম্যাপ অনুযায়ী সময়মতো কার্যক্রম সম্পন্ন করারও পরামর্শ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT