রুয়েট শিক্ষকের প্রোফাইল হ্যাক করে যে বার্তা দিল ডিপ্লোমা শিক্ষার্থীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে সিসিটিভি বাড়ানোর সিদ্ধান্ত ইসির বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে হাউস অব লর্ডসে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-কে বিশেষ সম্মাননায় ভূষিত রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ দুপুর থেকে বন্ধ ঘোষণা কুবিতে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দুই দফায় বাকবিতণ্ডা আনন্দবাজারের দাবি: ঢাকায় আলফা (স্বাধীন) প্রধান পরেশ বরুয়া বিজয়ের রঙে সেজেছে শেকৃবি শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত

‘হ্যাকড বাই পলিটেকনিক স্টুডেন্ট’: রুয়েট শিক্ষকের প্রোফাইল হ্যাক করে যে বার্তা দিল ডিপ্লোমা শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে
রুয়েট শিক্ষকের প্রোফাইল হ্যাক

সম্প্রতি ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিপ্লোমা কোটা নিয়ে বিরোধের জেরে রুয়েট শিক্ষকের প্রোফাইল হ্যাক করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে রুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোদার ওয়েব প্রোফাইল হ্যাক করা হয়।

রুয়েট শিক্ষকের প্রোফাইল হ্যাক করা হ্যাকাররা লিখেছেন,

‘চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইস্যু নিয়ে খুবই ট্রোল করে যাচ্ছে “RUET CE18 MEME”

এই নামের একটি পেজ।

তারই ফলস্বরূপ পলিটেকনিক স্টুডেন্টদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেওয়া হলো।

যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে, আমরা পলিটেকনিক স্টুডেন্ট টেকনোলজি দিয়ে দেখিয়ে দিবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসলেই ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা রাখে।

ডোন্ট আন্ডারেস্টিমেট আস।’ উপরে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পলিটেকনিক স্টুডেন্ট।’

জানা গেছে, ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার ও কোটা সুবিধা নিয়ে ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ও পালটা অভিযোগ লক্ষ্য করা গেছে।

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা ডিপ্লোমা গ্রাজুয়েটদের জন্য ৯ম গ্রেডের টেকনিক্যাল চাকুরিতে ৩৩ শতাংশ কোটা সুবিধা ও ১০ গ্রেডের টেকনিক্যাল চাকুরিতে ১০০ শতাংশ কোটা সুবিধা দেওয়া হচ্ছে।

অর্থাৎ, ১০ গ্রেডে ডিপ্লোমা গ্র্যাজুয়েট ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না।

ডিপ্লোমা কোটা বাতিল চেয়ে দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন।

এর মধ্যে রয়েছে— রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, রাবি, চবি, জাবিপ্রবি, বিএমইউ, গোবিপ্রবি, মাভাবিপ্রবি, শাবিপ্রবি,  যবিপ্রবি, বেরোবি, পাবিপ্রবি, এমআইএসটি, হাবিপ্রবি, আবিপ্রবি, হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা দাবি করেন, ৯ম গ্রেডের “সহকারী প্রকৌশলী’ পদে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হোক এবং এই পদে ডিপ্লোমা হোল্ডারদের জন্য ৩৩% “পদোন্নতি কোটা” বাতিল করা হোক।

১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ১০০% ডিপ্লোমা কোটা বাতিল করে এটি বিএসসি ও ডিপ্লোমা—সবার জন্য উন্মুক্ত করা হোক।

ডিপ্লোমা হোল্ডাররা ১০-২০ গ্রেডে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পেতে পারেন ।

এবং আইন করে নিশ্চিত করতে হবে যে, ডিপ্লোমা হোল্ডাররা নামের আগে “ইঞ্জিনিয়ার” শব্দটি ব্যবহার করতে না পারেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT