অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর জন্মস্থান চট্টগ্রামে সফরে যাচ্ছেন আগামীকাল বুধবার। এ সফরে তিনি চট্টগ্রামে দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সফরসূচির মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দরের পরিদর্শন, বন্দরের এনসিটি-৫ এলাকায় আয়োজিত এক সভায় অংশগ্রহণ, বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, এবং কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন।
এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।
সফরকালে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট সমস্যার বিষয়ে তাঁকে অবহিত করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাশাপাশি তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির দলিলপত্র প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে ইতিমধ্যেই এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অনেকেই মনে করছেন, তাঁর ব্যক্তিগত সংযোগ ও বৈশ্বিক অভিজ্ঞতা চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
চট্টগ্রামে ড. ইউনূসের এই সফরকে ঘিরে শহরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই ঐতিহাসিক মুহূর্তকে স্বাগত জানাতে প্রস্তুত।
চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশগত সমস্যা সমাধানে তাঁর দিকনির্দেশনা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে আশা প্রকাশ করছেন।
সফরের প্রতিটি কর্মসূচিই চট্টগ্রামের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।