সেভেন সিস্টার্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ বিনিময়ের ক্ষেত্রে বড় বাধা ভারতের ৪০ কিলোমিটার পথ। নেপাল বিদ্যুৎ দিতে আগ্রহী, আমরাও নিতে প্রস্তুত। তবে ভারত তাদের স্বার্থের কারণেই এই সংযোগ সহজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমাদের অর্থনীতির প্রসার অব্যাহত থাকবে, যা নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ( সেভেন সিস্টার্স ) সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে। একইভাবে প্রতিবেশী দেশগুলোর পণ্যও বাংলাদেশে প্রবেশ করবে, যার মাধ্যমে একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারব।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আত্মবিশ্বাসী প্রধান উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি নিজেও কখনো হতাশ হন না। অতীতে দেশের জনগণকে অনেক সময় বোঝা হিসেবে দেখা হতো, কিন্তু তিনি তাদের সম্পদ মনে করেন। আগামী দিনে বাংলাদেশের কর্মীদের চাহিদা আরও বাড়বে এবং দেশকে সে অনুযায়ী প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগতভাবে কাজ করা যায়, তবে বাংলাদেশ দ্রুত একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এই ভৌগলিক সুবিধাকে কাজে লাগানো দরকার।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। ভবিষ্যতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
আরো পড়ুনঃ
Leave a Reply