গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় মূল আয়োজন শুরুর কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে থাকেন সেখানে।
ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে মানুষ আসছেন। সবার হাতে রয়েছে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, সঙ্গে নানা প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামিক দল ও সামাজিক সংগঠনের ব্যানারে মিছিল পৌঁছাচ্ছে উদ্যানে।
আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সংহতি প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ এতে অংশ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এই গণজমায়েত। বক্তৃতা দেবেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহসহ অনেকে।
বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও কর্মসূচিতে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, এটি হতে যাচ্ছে ঢাকায় ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় গণসমাবেশ।