কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কুবিতে ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা শিক্ষক নিয়োগ বোর্ড ঠেকাতে ইবি বিভাগের সভাপতিকে অপহরণের অভিযোগ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, ‎(কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
Oplus_0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস) এর  উদ্যোগে “বায়োইনফরমেটিক্স : বেসিক্স টু অ্যাপ্লিকেশনস” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এই সেমিনার আয়োজিত হয়।
‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড (ডিওবি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

এস কে ফয়সাল আহমেদ তার বক্তব্যে বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে ব্যাবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠার গল্প, বর্তমান বিশ্বে বায়োইনফরমেটিক্সের গুরুত্ব এবং পারসোনালাইজড মেডিসিন, মলিকুলার বায়োলজি, ভ্যাকসিন উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি ফার্মাকোজিনোমিক্স ও ফার্মাকোপ্রোটিওমিক্স নিয়ে আলোচনা করেন এবং লিভার ক্যান্সারের বিরুদ্ধে ওষুধ আবিষ্কারে তাদের প্রতিষ্ঠানের সাফল্যের গল্প শোনান।
‎সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহরিন নাহার সাদিয়া, দ্বিতীয় হন নাজমুল হুদা শাওন এবং তৃতীয় হন সোহাগ রয়।
‎ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নতুন ঔষধ তৈরি ও রোগ নির্ণয়ে বায়োইনফর্মেটিক্সের ভূমিকা বেশি আর বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিতে নিজেকে বায়োইনফর্মেটিক্স বিষয়ে দক্ষ করে তুলতে হবে।’
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাংগঠনিক সম্পাদক আল মাসুম হোসেন বলেন, ‘আজকের ‘বায়োইনফরমেটিক্স : বেসিক্স টু অ্যাপ্লিকেশনস’ শীর্ষক সেমিনারের মাধ্যমে আমরা বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যাবহারিক ও গবেষণাভিত্তিক দিকগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেছি। এই জ্ঞান আমাদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও গবেষণার পথচলায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‎তিনি আরও বলেন, ‘আজকের প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত শর্ট কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সক্রিয়তা প্রমাণ করে যে শিক্ষার্থীদের মধ্যে বায়োইনফরমেটিক্স নিয়ে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT