কুবিতে ইউট্যাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ইউট্যাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্কটল্যান্ডের অনারারি কনসাল জেনারেল হলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই সড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ভোলা বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয়—আফগানিস্তানের উন্নয়ন তার প্রমাণ: মামুনুল হক নোয়াখালীতে তাহাজ্জুদের সময় ১২ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন ভারত অনুমতি না দেওয়ায় বুড়িমারীতে ভুটানের ট্রানজিট পণ্য আটকে অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ

কুবিতে ইউট্যাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনপি–সমর্থক শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)’।
রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম, ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা–কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম বলেন, ‘১৯৬০-এর দশক থেকে কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আমাদের পূর্বসূরিরা আন্দোলন করে আসছেন, কিন্তু নানা কারণে সে উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে। ২০০৬ সালের কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা–৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার ১২টি আসনের সকল সংসদ সদস্য একযোগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে কুমিল্লায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করেন। তিনি এতে সম্মতি জানান। এরপর ২০০৬ সালে সংসদে আইন পাস হয় এবং ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করে। আজ আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের পরিসরে বসে পড়াশোনা ও চাকরি করতে পারছি এটি সেই উদ্যোগেরই ফল।’
তিনি আরও বলেন, ‘দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। আজ সারা বাংলাদেশ তার রোগমুক্তি কামনায় প্রার্থনা করছে। আমরাও অন্তরের অন্তঃস্থল থেকে তার সুস্থতা কামনা করি।’
ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘গণতন্ত্রের পথে জাতিকে এগিয়ে নিতে যার সবচেয়ে বেশি প্রয়োজন, তিনি বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, বিভিন্ন কুচক্রী মহল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল এবং সেই অপচেষ্টা এখনো চলমান। সেই সব ষড়যন্ত্রকে একক প্রচেষ্টায় নস্যাৎ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্তর থেকে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন এবং দেশকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে নিতে পারেন।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT