নোটিশ:
শিরোনামঃ

ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে দোকান মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে
Cocktail Explosion Leads to Robbery at Jewelry Shop, Owner Stabbed to Death. ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে দোকান মালিক নিহত

সাভারের আশুলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দিলীপ স্বর্ণালয় নামের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত দোকান মালিক দিলীপ দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাবির নামাজের সময় দোকান বন্ধ করছিলেন দিলীপ দাস। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা দোকান মালিক দিলীপকে পেছন থেকে ছুরিকাঘাত করে এবং পরে সামনাসামনি আরও আঘাত করে। দুর্বৃত্তরা দিলীপের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শাস্তির ফাঁকফোকরে ধর্ষকের রক্ষা? আছিয়া কি ন্যায়বিচার পাবে?

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে চারজন দুর্বৃত্তকে দেখা গেছে। ফুটেজে দোকানের সামনে ধোঁয়ার উপস্থিতি দেখা গেছে, যা ককটেল বিস্ফোরণের প্রমাণ বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, “দিলীপ দাস দোকানের তালা বন্ধ করছিলেন, তখন পেছন থেকে তাকে আঘাত করা হয়। এরপর সামনে ঘুরে দাঁড়ালে আরও আঘাত করা হয়। দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ নিশ্চিত করতে পারেনি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT