অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত সংস্কার এর বিষয়ে সম্মতি দেয়, তাহলে ভোট আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। তবে সম্মতি না পেলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি. মিলাম এবং জন ড্যানিলোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।
ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো ‘জুলাই চার্টারে’ স্বাক্ষর করবে। এই চার্টার হবে আমাদের পথনির্দেশক। অন্তর্বর্তী সরকার এর কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার ঘাটতি, আগের সরকারের সময় লোপাট হওয়া বিপুল অর্থ উদ্ধারের উদ্যোগ এবং সার্ককে সক্রিয় করতে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই মার্কিন কূটনীতিক বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাইট টু ফ্রিডমের ভূমিকা এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এ সময় অধ্যাপক ইউনূস দেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন।
১৯৯০-এর দশকের শুরুতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী উইলিয়াম বি. মিলাম বলেন, জুলাইয়ের পরিবর্তন দেশকে প্রকৃত গণতন্ত্রের পথে এগোতে সুযোগ দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক ( সীমিত সংস্কার ) পদক্ষেপগুলো ইতিবাচক পরিবর্তনের দ্বার খুলে দিয়েছে।