নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

রাজবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে
চেক বিতরণ চলছে
চেক বিতরণ চলছে

রাজবাড়ীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ এর সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজন শহীদ পরিবার এর সদস্য ও ১২ জন আহতের মাঝে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা হয়ে ভালো লেগেছে। তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানে অনেকেই আহত হয়েছেন।
তাদের মধ্যে আজ ১৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি।

জেলা প্রশাসক  সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অফিসার রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য মিরাজুল মাজিদ তূর্য, হাসিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণের পূর্বে বিভাগীয় কমিশনার রাজবাড়ী পৌর সিটি সেন্টার, সার্কিট হাউসের নবনির্মিত গেইট উদ্বোধনসহ নারী দিবস উপলক্ষ্যে ১০ নারীকে আর্থিক সহয়াতা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাধ্যে জার্সি বিতরণ করেন তিনি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT