রাজবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে
চেক বিতরণ চলছে
চেক বিতরণ চলছে

রাজবাড়ীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ এর সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজন শহীদ পরিবার এর সদস্য ও ১২ জন আহতের মাঝে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা হয়ে ভালো লেগেছে। তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানে অনেকেই আহত হয়েছেন।
তাদের মধ্যে আজ ১৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন তিনি।

জেলা প্রশাসক  সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা অফিসার রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য মিরাজুল মাজিদ তূর্য, হাসিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণের পূর্বে বিভাগীয় কমিশনার রাজবাড়ী পৌর সিটি সেন্টার, সার্কিট হাউসের নবনির্মিত গেইট উদ্বোধনসহ নারী দিবস উপলক্ষ্যে ১০ নারীকে আর্থিক সহয়াতা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাধ্যে জার্সি বিতরণ করেন তিনি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT