চট্টগ্রামে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না

চট্টগ্রামে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় হোন্ডা আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্টসেল ব্যান্ড মঞ্চে উঠলে কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিলে অন্য পক্ষের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কনসার্ট এলাকায় ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়। এতে খুলশির ডেবারপাড় এলাকার মো. শরিফ (২৩) গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, শরিফ গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা জানান, কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর করায় পুলিশ বাধ্য হয়ে আট রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

ঘটনার পর পুরো জিইসি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT