বুটেক্স দাওয়াহ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

বুটেক্স দাওয়াহ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

“উদ্ভাবন, সহযোগিতা ও কর্মপ্রয়াস” প্রতিপাদ্য বিষয় নিয়ে শহিদ আজিজ হলে অনুষ্ঠান

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শহিদ আজিজ হলে শুক্রবার (৩১ অক্টোবর) বুটেক্স দাওয়াহ কমিউনিটি কর্তৃক আয়োজিত হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “উদ্ভাবন, সহযোগিতা ও কর্মপ্রয়াস”।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামসুল আরেফিন শক্তি। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দাওয়াহ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে তরুণদের মানসিক ও নৈতিকভাবে দৃঢ় করে তুলতে বুটেক্স দাওয়াহ কমিউনিটি এই প্রোগ্রাম আয়োজন করে। দাওয়াহ কমিউনিটির সদস্য, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. অনিক হাসান বলেন,

“আমাদের লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক উম্মাহ গড়ে তোলা। ছোট ছোট উদ্যোগই উম্মাহর পুনর্জাগরণের পথ খুলে দেয়।”

এছাড়া, এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন,

“বুটেক্স দাওয়াহ কমিউনিটি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে কাজ করছে। ভবিষ্যতে অন্যান্য হলেও এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হবে।”

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সজিব হাসান বলেন,

“এমন আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নৈতিক চেতনা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। দাওয়াহ কমিউনিটির এই উদ্যোগ তরুণদের সঠিক পথে চলার অনুপ্রেরণা জোগাবে।”

ডা. শামসুল আরেফিন শক্তি বলেন,

“ইসলামকে ঠিকভাবে বুঝতে হলে সাহাবি, তাবেয়ী এবং তাবে-তাবেয়ীগনদের যুগকে অনুসরণ করতে হবে। সেক্যুলার ধারণা ও ইসলাম একসাথে চলতে পারে না। নিজ অবস্থান থেকেই সেরা হওয়ার চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. এমদাদ সরকার, যিনি বলেন,

“দাওয়াহ কমিউনিটি শুধু সদস্যদের জন্য নয়, সকল মুসলিম উম্মাহর জন্য। আমরা চাই এই ধরনের অনুষ্ঠান বুটেক্সের অন্যান্য হলেও আয়োজন করা হোক।”

দাওয়াহ কমিউনিটির উপদেষ্টা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের শিক্ষক ইহসান ইলাহি সাবিক বলেন,

“নফসের অনুসরণ নয়, ইসলামকে সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী চলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা কমিউনিটির এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT