আহত যুবকের নাম হাসিবুল আলম (২৪), তিনি মধ্য সিঙ্গিমারী এলাকার বাসিন্দা ও জাহিদুল ইসলামের পুত্র। বর্তমানে তিনি ভারতের কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে ভারতের শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা হাসিবুলকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং বিএসএফের গাড়িতে তোলার সময় তাকে গুলি করে।
ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ—এর মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে ৬১ বিজিবি’র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী, হাসিবুলকে বিএসএফ ধরে নিয়ে গুলি করেছে। তবে বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।