সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুইজন সশস্ত্র ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা স্থানীয় কয়েকজন বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাধারণ জনগণ বিষয়টি টের পায় এবং তাৎক্ষণিকভাবে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে খবর দেয়।
বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনতার সহায়তায় উক্ত দুই বিএসএফ জওয়ানকে অস্ত্রসহ আটক করেন। পরবর্তীতে তারা নিজেদের অনুপ্রবেশের জন্য পা ধরে ক্ষমা প্রার্থনা করলে, কূটনৈতিক প্রটোকল ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।