নোটিশ:

আজ থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে
ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়েতে টিকেট বিক্রয়ের সময়সূচী (ছবি: সংগৃহীত)
ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়েতে টিকেট বিক্রয়ের সময়সূচী (ছবি: সংগৃহীত)

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে, রেলওয়ে নির্ধারিত আসনসংখ্যার বাইরে আরও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। প্রতিদিন দুপুর ২টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাত্রীরা (পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেন) অনলাইনে টিকিট কাটতে পারবেন। এছাড়া পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে সকাল ৮টা থেকে।

এ বছর সম্পূর্ণ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, যা পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে যাত্রার তারিখের ১০ দিন আগে। অর্থাৎ, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট। ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট। এভাবে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে।

ঈদের ছুটির পর ফিরতি যাত্রার জন্য ২৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ৩ এপ্রিলের টিকিট মিলবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চে, এবং এভাবে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনের টিকিট একদিন আগে পাওয়া যাবে।

যাত্রীদের বাড়তি চাপ সামলাতে, রেলওয়ে নির্ধারিত আসনসংখ্যার বাইরে আরও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেবে, যা ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি ফিরতি টিকিট কাটতে পারবেন এবং ক্রয়কৃত টিকিট ফেরতযোগ্য হবে না।

ঈদ উপলক্ষে ‘চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২’ নামের বিশেষ ট্রেন চালানো হবে চট্টগ্রাম-চাঁদপুর রুটে। এছাড়া, ২৮টি মিটারগেজ কোচ ও ১৪টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত করা হবে ট্রেনের বহরে।

২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে, তবে ঈদের পর নিয়মিত বন্ধ পুনরায় কার্যকর হবে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলবে না।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT