বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

১৮ আগষ্ট ২০২৫

নরসিংদীর পাঁচদোনা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে গুলিবিদ্ধ দুইজনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও হাত বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও দলীয় কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে বাকবিতণ্ডার জেরে মোসাদ্দেকের এক কর্মীর ওপর লাল মিয়া মেম্বারের অনুসারীরা হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT