বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের আবাসিক হলগুলো ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয় যে, জুমাতুল বিদা, শবে কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আবাসিক হলগুলো ২৮ মার্চ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের খালি করতে হবে এবং ৪ এপ্রিল সকাল ১০টার পর পুনরায় খোলা হবে। নোটিশে আরও উল্লেখ করা হয়, হল ছাড়ার আগে শিক্ষার্থীদের রুমের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবং যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে।
এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহিন আহমেদ বলেন, এটা কেমন সিদ্ধান্ত! একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল সব সময় খোলা থাকা উচিত, সেটা ঈদ হোক বা অন্য কোনো উৎসব। তাই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া উচিত নয়।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মো. সহিবুল হাসান বলেন, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদ উপলক্ষে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে, সেখানে বেরোবির প্রশাসন তাদের হল ছাড়তে বাধ্যমোবম করছে। এত নাটক আর কত সহ্য করবো?
আরও পড়ুনঃ
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “হল বন্ধের সিদ্ধান্ত প্রশাসন ও প্রভোস্ট বডির সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। আমাদের হলে মাত্র তিনজন শিক্ষার্থী ছিলেন, যাদের বাড়ি রংপুরের আশেপাশেই। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আগেই হল ছেড়ে চলে যাবেন।
বিজয় ২৪ হলের প্রভোস্ট আমির শরিফ বলেন, আমরা আগামীকাল হল বন্ধের নোটিশ দেব। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, প্রভোস্টদের মাধ্যমে আমরা সব হল পরিদর্শন করেছি। দেখা গেছে, দুই-একটি হলে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আছেন, যারা ঈদের আগেই বাড়ি ফিরে যাবেন। যখন হল এমনিতেই ফাঁকা হয়ে যাবে, তখন তো বন্ধ করতেই হবে। নোটিশের উদ্দেশ্য হলো, যারা হল ছেড়েছেন তারা যেন ঈদের আগে ফিরে না আসেন, কারণ হলে ফিরলে তারা বন্ধ হলই পাবেন।