সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সময়সীমা বেঁধে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ধরনের দাবি যৌক্তিক নয়।’
আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। সভাটি পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
গত কয়েক দিন ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল ব্যাহত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে জানতে চাইলে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজকে চায় না, সাত কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চায় না। তাই এগুলোকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের মতো একটি ব্যবস্থা গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষ কমিটি কাজ করছে।’
তিনি আরও জানান, তিতুমীর কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সেখানে আলোচনা হচ্ছে এবং বিষয়টি বিবেচনায় রয়েছে।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশে অনেক ঐতিহ্যবাহী সরকারি কলেজ আছে, যেমন—রাজশাহী কলেজ, বিএম কলেজ, আনন্দ মোহন কলেজ, এমসি কলেজ। কিন্তু সব কলেজকেই তো বিশ্ববিদ্যালয় করা হয়নি।’
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করা ভালো, তবে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার কথাও ভাবতে হবে। অনেক শিক্ষার্থী আমাকে লিখেছে যে তারা ক্লাস করতে চায়। জনদুর্ভোগ সৃষ্টি না করে বিকল্প উপায়ে দাবি জানানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দীর্ঘমেয়াদে অযৌক্তিক প্রভাব ফেলতে পারে।’
অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নীতিগত সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে উত্তরণ। সময়সীমা বেঁধে দিয়ে হুট করে বিশ্ববিদ্যালয় ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে না।’
সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। গত সাত বছরে এর মধ্যে প্রায় অর্ধেকই নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ একসময় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সাত-আট বছর সময় লেগে যেত।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন গঠিত টাস্কফোর্সের সুপারিশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে, বাড়ানোর নয়।’
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে তিতুমীর কলেজের বিষয়ে বিশেষ বিবেচনার কথা বলা হলেও, এ বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ‘আমি ব্যক্তিগতভাবে কোনো বিশেষ বিবেচনার কথা বলিনি। সচিবরা কিছু সম্পাদনা করেছেন, হয়তো কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে।’
তিনি বলেন, ‘আমরা ছোটখাটো কিছু সংস্কার করতে পারি, তবে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের সময়সীমা যথেষ্ট নয়।’
Leave a Reply