বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৫
আবেদনের ফর্ম পেতে এখান থেকে ডাউনলোড করুন
নিম্নে বিজ্ঞপ্তিতে পদসমূহের বিবরণ ও শর্তাবলি উল্লেখ করা হলো:
গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখের বিএসএমআরএমইউ/রেজি-৩৩৬/২৫/০১ স্মারকের আলোকে দৈনিক পত্রিকায় ১৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই স্মারকের আলোকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং-১ এ উল্লিখিত সেকশন অফিসার পদের শিক্ষাগত যোগ্যতা থেকে “বাণিজ্য বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি”-এর পরিবর্তে “যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি” প্রতিস্থাপন করা হইলো এবং বিজ্ঞপ্তির শর্তাবলির ১৩ নং কলামে উল্লিখিত “একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলেও যেকোন ১টি পদেই পরীক্ষা দিতে পারবেন” শর্তটি বাতিল করা হইলো।
বর্ণিত বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করিয়াছেন তাহাদের নতুন করে আবেদন করিবার প্রয়োজন নাই। তবে যদি কোন প্রার্থী পূর্বে আবেদনকৃত পদ ব্যতীত অন্য পদে আবেদন করিতে আগ্রহী হন তাহা হইলে আবেদন করিতে পারিবেন। এপ্রেক্ষিতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহবান করা যাইতেছে।
ক্রমিক | পদের নাম, পদসংখ্যা, গ্রেড ও বেতনস্কেল | সর্বোচ্চ বয়স | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
---|---|---|---|
১ | সেকশন অফিসার-০১ (এক) (গ্রেড-৯, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। (খ) অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। |
২ | পাবলিক রিলেশন অফিসার-০১ (এক) (গ্রেড-৯, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। (খ) অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনসংযোগ ও তথ্য সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করিতে পারিবেন এবং তাহাদের ক্ষেত্রে বয়ঃসীমা শিথিলযোগ্য। |
৩ | প্রোটোকল অফিসার-০১ (এক) (গ্রেড-৯, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। (খ) অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রোটোকল অফিসার/ব্যক্তিগত কর্মকর্তার পদে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করিতে পারিবেন এবং তাহাদের ক্ষেত্রে বয়ঃসীমা শিথিলযোগ্য। |
৪ | লিগ্যাল অফিসার-০১ (এক) (গ্রেড-৯, বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। (খ) অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করিতে পারিবেন এবং তাহাদের ক্ষেত্রে বয়ঃসীমা শিথিলযোগ্য। |
৫ | উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-০১ (এক) (গ্রেড-১০, বেতনস্কেল ১৬,০০০-৩৮,৬৪০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। (খ) অভিজ্ঞতা: (১) কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (২) অবশ্যই বেসিক কম্পিউটার প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইত্যাদি)-এ ধারণা থাকতে হবে। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করিতে পারিবেন এবং তাহাদের ক্ষেত্রে বয়ঃসীমা শিথিলযোগ্য। |
ক্রমিক | পদের নাম, পদসংখ্যা, গ্রেড ও বেতনস্কেল | সর্বোচ্চ বয়স | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
---|---|---|---|
৬ | হিসাব সহকারী – ০১ (এক) (গ্রেড-১১, বেতনস্কেল ১২,৫০০-৩০,২৩০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। (খ) অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। |
৭ | সহকারী অডিটর – ০১ (এক) (গ্রেড-১২, বেতনস্কেল ১১,৩০০-২৭,৩০০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। (খ) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। |
৮ | অফিস সহকারী কাম ডাটা প্রসেসর – ০৫ (পাঁচ) (গ্রেড-১৩, বেতনস্কেল ১১,০০০-২৬,৫৯০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। উচ্চতর ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। (খ) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম যেমন, এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। |
৯ | ইলেকট্রিশিয়ান – ০১ (এক) (গ্রেড-১৬, বেতনস্কেল ৯,৩০০-২২,৪৯০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেড কোর্স সম্পন্নকারী। (খ) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। |
১০ | অফিস সহায়ক – ০১ (এক) (গ্রেড-২০, বেতনস্কেল ৮,২৫০-২০,০১০/-) |
৩২ বৎসর | (ক) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। **(গ) সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর (অব.) সদস্যগণও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। |