সফল হজ ব্যবস্থাপনায় প্রশংসা, আগাম প্রস্তুতির নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক ট্রাম্পের সিদ্ধান্তে পুড়ে ছাই হচ্ছে ২৭ হাজার শিশুর খাবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বৃষ্টিতে ভেজা এবং হাঁচি-কাশি-জ্বর মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন সত্য গোপনে এক ধাপ এগিয়ে ‘প্রথম আলো’ ও ‘ঢাকা ট্রিবিউন’ ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য )পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

সফল হজ ব্যবস্থাপনায় প্রশংসা, আগাম প্রস্তুতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছর সফল ব্যবস্থাপনার জন্য দেশ-বিদেশে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে প্রশংসা অর্জিত হয়েছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার যেসব ছোটখাটো ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে সময়মতো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানিয়ে দেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনা যাতে আরও নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা যায় সে জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।

প্রফেসর ইউনূস ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত আগাম রোডম্যাপকে ইতিবাচক বলে উল্লেখ করে বলেন, এ ধরনের রোডম্যাপ থাকলে হজযাত্রীদের প্রস্তুতি এবং প্রশাসনিক কাজ অনেক গতি পায়। তিনি নিবন্ধিত সকল হজযাত্রীকে হজে পাঠানোর চলতি বছরের সফল উদাহরণকে স্থায়ী নীতিতে পরিণত করতে মন্ত্রণালয়কে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জুলাই ২০২৬ সালের হজের জন্য বাংলাদেশের কোটা ঘোষণা করা হবে। নিবন্ধন কার্যক্রম ২১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করা হবে। এরপর ১ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে।

তিনি জানান, ৪ জানুয়ারি ২০২৬ তারিখে ভেন্ডর ও কোটেশন অনুমোদন এবং ২০ মার্চ থেকে ভিসা কার্যক্রম শুরু হবে। এ বছর হজ ফ্লাইট কার্যক্রম ১৮ এপ্রিল শুরু হবে এবং ২৯ মে ২০২৬ তারিখে পবিত্র হজের পরীক্ষামূলক কাজ (সেবা যাচাইকরণ) সম্পন্ন করা হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপের মাধ্যমে ৩০,২৩৪ জন হজযাত্রী সহজেই প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। এ বছর হজ পালনের সময় স্বাভাবিকভাবে ৩৮ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন এবং ২৪ জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক জানান, এখন পর্যন্ত ৫১,৬১৫ জন হজযাত্রী দেশে ফিরেছেন। এ বছর ৮০৬টি লাগেজ হারানোর তথ্য পাওয়া যায়, যার মধ্যে ৭৯০টি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬টি লাগেজ উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

হজ এজেন্সিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের জন্য এবার নতুন সূচক চালু করা হয়েছে। হজযাত্রী সন্তুষ্টি, চুক্তি পরিপালন এবং সরকারি নীতিমালার বাস্তবায়নের ভিত্তিতে এজেন্সিগুলোকে এ প্লাস, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। পরপর তিন বছর হাজি না নেওয়ায় ৪১৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, যেসব এজেন্সি এ প্লাস ক্যাটাগরি অর্জন করেছে, তাদের অভিনন্দন জানিয়ে চিঠি পাঠানো হবে। এছাড়া আগামী হজ মৌসুমে ‘লাব্বাইক’ অ্যাপ আরও উন্নত করতে এবং যারা ওমরাহ পালন করতে ইচ্ছুক তারাও যেন এই অ্যাপের মাধ্যমে সেবা পান, সেই ব্যবস্থাও করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

চলতি বছরের সফল ব্যবস্থাপনা ধরে রেখে আগামী বছর যেন আরও উন্নত সেবা নিশ্চিত করা যায়—এই লক্ষ্যেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT