বাংলা একাডেমির বইমেলা বর্জনের ডাক দিয়েছেন কবি পলিয়ার ওয়াহিদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর খুলনায় চালু হলো আধুনিক জেলা কারাগার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ, সমর্থকের ‘ভুয়া’ স্লোগান নিয়ে খোলামেলা মন্তব্য ড্যারেন স্যামির বুটেক্স দাওয়াহ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ জাকির নায়েকের বাংলাদেশ সফরে ভারতের আবদার ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন -তবে থাকছে যেসব নিষেধাজ্ঞা রাবির বিজয়-২৪ হল সংসদের প্রথম মতবিনিময় সভা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ সেন্টমার্টিনে কাল থেকে পর্যটক প্রবেশ, তবে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না শেরপুরে পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

বাংলা একাডেমির বইমেলা বর্জনের ডাক দিয়েছেন কবি পলিয়ার ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
বাংলা একাডেমি বইমেলা বর্জন
অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ (ছবি: বিপ্লব মল্লিক)

“বাংলা একাডেমি সংস্কার” তথা ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগীদের অপসারণ, পুরনো ফেলো ও সদস্য বাতিল, নতুন নির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত একাডেমির সমস্ত আয়োজন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন সময়ের আলোচিত তরুণ কবি পলিয়ার ওয়াহিদ। উল্লেখ্য, জুলাই বিপ্লবের শুরু থেকেই এই কবি স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে উচ্চকিত ছিলেন এবং এমনকি হাসিনা সরকার তৎকালীন যে সরকার বিরোধী কবি-সাহিত্যিকদের নামের তালিকা করেছিলেন তাতেও তার নাম ছিল। অর্থাৎ, জুলাই আন্দোলন ব্যর্থ হলে দুঃসহ পরিণাম ভোগ করতে হতে পারত এই কবিকে। কবির বইমেলা বয়কটের ডাক দেওয়ার পেছনে কারণ হিসেবে তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “বাংলা একাডেমির মহাপরিচালক ও উপ-পরিচালক আজম-সরকার বার বার দাবি মেনে ফের রাতের ভোটের মতো প্রতারণা করেছেন।”

তিনি আরও বলেন, “উল্লেখ্য, অভ্যুত্থানের পর পরই বাংলা একাডেমির দালাল চাটুকার কর্মকর্তারা তাদের পুরনো বন্ধুদোস্তদের নাম বাদ দিয়ে লেখকদের নতুন তালিকা করেছিল। একাডেমি থেকে ফোন দিয়ে আমাদের কবিতা চেয়েছিল। বার বার চাওয়ার পরও না পাঠানোই বাংলা একাডেমির ডিজির কথা বলে অনুরোধ করাই আমি কবিতা দিয়েছিলাম। আজ বাংলা একাডেমি থেকে (আসাদ আহমেদ) ফোন দিয়ে ২ ফেব্রুয়ারি ‘লেখক বলছি’ মঞ্চের অতিথি হওয়ার দাওয়াত দেন। সেই দাওয়াত আমি সবিনয়ে ফিরিয়ে দিয়েছি। এবং একইসঙ্গে আগে পাঠানো কবিতা প্রত্যাহারের কথা জানিয়েছি। হাসান রোবায়েতের সম্পাদনায় গণঅভ্যুত্থানের সংখ্যা’য় লেখা পাঠালেও সেখান থেকে প্রত্যাহার করেছি।

এর আগে বাংলা একাডেমি (মাহবুবা রহমান) ফোন করে ৪ ফেব্রুয়ারি ‘ ’বইমেলার মঞ্চ’-এ আবদুল হাই শিকদারের সঙ্গে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দাওয়াতও আমি সবিনয়ে ফিরিয়ে দিয়েছি। এবং আমি সাফ জানিয়ে দিয়েছি বাংলা একাডেমির সংস্কারে ‘যে প্রতিবাদ জারি রেখেছি’.. সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা দ্বিচারিতা। ফলে আমার নৈতিক অবস্থান পরিস্কার করতেই একাডেমির সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে নিচ্ছি।
বিঃ দ্রঃ যারা মেলায় যাবেন তারা খু নি হাসিনার প্রেতাত্মা প্রকাশনি ও লেখকদের বই বয়কট করুন।
যেমন-
লেখক:
আনিসুল হক
জাফর ইকবাল…
প্রকাশনি :
অন্বয় – হুমায়ূন কবির ঢালি
আরও নাম যুক্ত করুন”
কমেন্টে তার দাবির সাথে একাত্মতা জানিয়েছেন অনেক লেখক-সাহিত্যিক। কবি ও কথাসাহিত্যিক আশরাফ চঞ্চল লিখেছেন, “সত্যর পথে, ন্যায়ের পথে থাকাকে যারা অন্যায় ভাবে প্রকৃত তারাই দালাল ও ফ্যাসিস্ট। আপনি এগিয়ে যান।আমরা পাশে আছি।”
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT