বাংলাদেশ সেনাবাহিনী সরকার থেকে ক্ষমতা গ্রহণের কোনো চিন্তা বা আলোচনা করছে না বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের সঙ্গে কোনো ধরনের মতবিরোধ বা বিভেদ নেই, বরং একে অপরের সহযোগিতায় রাষ্ট্রের স্বার্থে কাজ করে যাচ্ছে উভয় পক্ষ।
সোমবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এ তথ্য জানান। তিনি বলেন, “সেনাবাহিনী বরাবরই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে সেই দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “সরকারের সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় চলছে। যেসব গুজব ছড়ানো হচ্ছে, যে সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো সঠিক নয়। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান।”
সংবাদ সম্মেলনে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাপ্রধান অফিসারদের সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং দিকনির্দেশনা দেন। সম্প্রতি একটি ‘অফিসারস অ্যাড্রেস’ নিয়ে যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, “সেখানে কোনো সাংবাদিক ছিল না, এটি জাতির উদ্দেশে ভাষণ ছিল না এবং আইএসপিআর থেকেও কোনো সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বিষয়ে সেনাবাহিনী জড়িত হবে না।”
মিয়ানমারের আরাকান আর্মি প্রসঙ্গে তিনি বলেন, “আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো সরাসরি যোগাযোগ নেই। গণমাধ্যমে যেসব তথ্য এসেছে, সেগুলোর বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট পর্যালোচনার প্রয়োজন রয়েছে।”