ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা সময়ের দাবি: সেনাপ্রধান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা সময়ের দাবি: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

 

২৪ জুন ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলার চর্চা অপরিহার্য হয়ে উঠেছে।

মঙ্গলবার ‘অলিম্পিক ডে রান ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে যেসব শারীরিক ও ক্রীড়ামূলক কর্মসূচি আয়োজন করে, তা শুধু শরীরচর্চার জন্য নয়—জাতির সুস্থতা ও উন্নয়নের সঙ্গেও এটি জড়িত। ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।”

তিনি রাজধানীতে খেলার মাঠ সংকটের কথাও তুলে ধরে বলেন, “ঢাকায় খেলার জায়গা দিন দিন কমে যাচ্ছে। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। তাই এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

এর আগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ‘অলিম্পিক ডে রান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।

আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। অলিম্পিক আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT