দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
চেয়ারম্যান বলেন, সাকিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধেও মামলা করা হবে।
এ সময় তিনি আরও জানান, দুর্নীতির অভিযোগের কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে টিউলিপ সিদ্দিককে।
এছাড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করেছে বলেও জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুসারে প্রক্রিয়া চালানো হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রতি কমিশন কোনো ধরনের সহানুভূতি দেখাবে না।