সাইবার বুলিং ও স্লাটশেমিংয়ের শিকার জাকসুর নারী এজিএস মেঘলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

সাইবার বুলিং ও স্লাটশেমিংয়ের শিকার জাকসুর নারী এজিএস মেঘলা

মো: নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা সাইবার বুলিং ও স্লাটশেমিংয়ের ১৬টি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে মেঘলা লিখেছেন, ‘প্রত্যেকবার বলি সাইবার বুলিং নিয়ে বলবো না। কিন্তু বলতে হয়। প্রথমে তারকাদের স্লাটশেমিং, সাইবার বুলিং হতো। এরপর সেটি রাজনৈতিক নেত্রীদের হতো। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রতিনিধিদের হয়৷ (কোনোটিই জাস্টিফাই করছি না)
জাকসু নির্বাচনের সময় করা বুলিং নিয়ে তিনি বলেন,‘ ছাত্র সংসদ নির্বাচনকালীন সময়ে প্রতিটি প্যানেলের নারী প্রতিদ্বন্দ্বীদের স্লাটশেমিং হয়েছে। নির্বাচনের পর বিজয়ীদের সাইবার বুলিং কয়েক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরও বাড়বে৷ যে সব ছাত্রী প্রতিনিধির কোনো রাজনৈতিক পরিচয় নেই তারাও বাদ যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সাইবার বুলিং হলে কিছু লোক বলে ‘আমাদের দেশ এমন, মেনে নিতে’। এরা সর্বোচ্চ লেভেলের ফ্যাসিস্ট। এই কথার মধ্য দিয়ে তারা সাইবার বুলিং কে স্বীকৃতি দেয় এবং নরমালাইজ করে তোলে। এদের মতে ‘স্লাটশেমিং মেনে নিলেই দক্ষ, পরিপক্ব। আর মেনে না নিলে আমাদের যোগ্যতা নাই’৷ এর থেকে নিকৃষ্ট তারা যারা এগুলো নিয়ে বললে বলে ‘এই তো, ভিক্টিম সাজতে চলে আসছে’। আমি ভিক্টিম। আমি বলবো না? সাইবার বুলিং এর শিকার হচ্ছি বললে এরা বলবে ‘ভিক্টিম সাজতেসি’৷ আর প্রতিবাদ করলে বলবে ‘বেয়াদব’। এই নিকৃষ্ট জানোয়াররা চায় আমরা চুপ থাকি। তাহলে তারা আরও ভালো স্লাটশেমিং করতে পারবে।’
জাকসুর এই জিএস বলেন, ‘তারকারা একটা ক্যাম্পেইন করেছে৷ তারা দিনে কতবার স্লাটশেমিং এর শিকার হয়। আমরা ছাত্রী প্রতিনিধিরা এই ক্যাম্পেইন করলে অনেক তারকা হেরে যাবে। এমন একটা দিন নেই যেদিন স্লাট শেমিং এর শিকার হই না।’
দেশে নারীদের বুলিং নিয়ে মেঘলা বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন অগণিত নারী দিনে স্লাটশেমিং এর শিকার হয়। এত নারীর চোখের পানি, অন্তরের ব্যথার প্রতিদিন যেন আল্লাহ দেয়। আমরা আর হেদায়েত কামনা করি না। আমরা এখন বলি, “আল্লাহ আপনাদের উপর গজব ফেলুক। আপনারা যা শুরু করেছেন”। যে দলের, যে মতাদর্শের মানুষ আসল আইডি বা বট আইডি কিংবা পেজ দিয়ে স্লাটশেমিং, সাইবার বুলিং করে তাদের উপর গজব পড়ুক। এইগুলো কখনো বাক স্বাধীনতা হতে পারে না।’
তিনি বলেন, এই স্লাটশেমিং আবার শুধু ছেলেরা করে না। মেয়েরাও খুব চমৎকার ভাবে করে। একদল হনুমান এসে বলবে ‘জাকসুর এজিএস মেঘলা ভিক্টিম সাজতে আসছে। এই ঘিলু নিয়ে ছাত্রী প্রতিনিধি হয়েছে। সে সমালোচনা আর সাইবার বুলিং এর তফাত বুঝে না।’
বুলিং যারা করেন তাদের উদ্দেশ্যে মেঘলা বলেন, ‘হনুমানদের বলবো ‘আপনারা এই জায়গায় নিজের ঘরের মহিলার চেহারা বসায়ে দেখেন এইগুলা বাকস্বাধীনতার নামে সমালোচনা নাকি স্লাটশেমিং। এই হনুমানদের উচিত চিড়িয়াখানায় যাওয়া। মানুষজন টিকিট কেটে আপনার কোমর দোলানো নাচ দেখতে যাবে। আপনারা সমাজে থাকার যোগ্য না। যারা গতকাল ডাকসুর সাদিক কায়েমের মামলা নিয়ে ব্যাঙ্গ করেছেন তারা একবার নারী প্রতিনিধিদের জিজ্ঞেস করেন তার করা মামলা সঠিক না ভুল। ‘স্লাটশেমিং কখনো বাকস্বাধীনতা হতে পারে না’।
শেষে তিনি বলেন, ‘আমি মন থেকে চাই এই জানোয়ারদের কখনো সন্তান না হোক। এদের ছেলে হলে বাপ-মায়ের মতো সাইবার বুলিং স্লাটশেমিং করবে। আর যে কুলাঙ্গাররা নারীদের স্লাটশেমিং করে তারা কন্যা সন্তানের পিতামাতা হওয়ার যোগ্য না। অধিকার নাই।
বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি লেখেন, ‘বি.দ্র. কমেন্টবক্স বন্ধ রাখি। কিন্তু ইনবক্স তো বন্ধ রাখা যায় না। এইগুলা আমার স্লাটশেমিং এর ২০%। বাকি ৮০% এর স্ক্রিনশটও নেই নি৷ এখন আর মেসেঞ্জারই চেক করি না।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT