ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থী, আহত অন্তত ৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থী, আহত অন্তত ৮

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়শই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। একইভাবে, ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। ২০ ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার পর ফের সংঘর্ষ ঘটে, আর ১৮ মার্চের ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT