রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায়শই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। একইভাবে, ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। ২০ ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার পর ফের সংঘর্ষ ঘটে, আর ১৮ মার্চের ঘটনায় আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।