জাতিসংঘের নিউক্লিয়ার ওয়ার প্যানেলে প্রথম বাংলাদেশি অধ্যাপক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নতুন নির্বাচন নীতিমালা রাজবাড়ীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে মামলা উন্নত জীবনের আশায় কানাডা, কিন্তু বাস্তবতা ভিন্ন উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ বর্তমানে দেশ সংস্কারে প্র‍য়োজন নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন : ইউট্যাব সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কে এই ছায়ামানব? বিশ্বের ১২তম ধনী, যার নেই কোনো পরিচয়—তিনি সাতোশি নাকামোতো পাবনায় নারী চিকিৎসকের উপর হামলা ইসরায়েলের অব্যাহত হামলায় ক্ষুধায় আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু চীনা পর্যটকদের জন্য ভারতের ভিসা চালু, দুই প্রতিবেশীর সম্পর্কে ফিরছে উষ্ণতা

জাতিসংঘের নিউক্লিয়ার ওয়ার প্যানেলে প্রথম বাংলাদেশি অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে
অধ্যাপক আহসান হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অফ নিউক্লিয়ার ওয়ার’ (ISPEoNW)-এর ২১ সদস্যের বিশেষজ্ঞ দলের সদস্য নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক গবেষণা প্যানেল পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনার পরবর্তী পরিবেশগত প্রভাব ও জীববৈচিত্র্যে সৃষ্ট বিপর্যয় বিশ্লেষণ ও প্রতিকারমূলক ব্যবস্থা প্রণয়নের কাজে জাতিসংঘকে বৈজ্ঞানিক পরামর্শ প্রদান করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আহসান হাবীবকে এই প্যানেলে মনোনয়ন দেওয়া হয়েছে বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান নতুন উচ্চতায় পৌঁছাল।

অধ্যাপক হাবীব ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর টোকিও বিশ্ববিদ্যালয়, ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে এবং চীনের ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এ গবেষণা ফেলো হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির (TPNW-Network) বিশেষজ্ঞ সদস্য হিসেবেও কাজ করছেন।

বিজ্ঞান ও গবেষণায় তার দীর্ঘ অবদান অনস্বীকার্য। মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব দূষণ, ভারী ধাতুর প্রভাব ও ধূলিকণার মতো জটিল বিষয়ের ওপর তিনি নিবিড় গবেষণা করে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৮১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিজ্ঞান অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছে সম্মানের আসনে।

অধ্যাপক ড. আহসান হাবীবের এই অনন্য অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও বৈজ্ঞানিক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় করল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT