সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে তারা প্রায় ১ কোটি ৪১ লাখ মাদক বড়ি, ৯২.১ কেজি বিভিন্ন অবৈধ মাদক এবং ১০ হাজার ৬০০টির বেশি হাশিশ স্ল্যাব উদ্ধার করেছে। এসব মাদকের বাজারমূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলারের সমান বলে ধারণা করা হচ্ছে।
জর্ডানের প্রতিরক্ষা বাহিনী জানায়, মাদক কারবারিরা অত্যাধুনিক এবং অপ্রচলিত কৌশল ব্যবহার করছে। ড্রোন ছাড়াও খেলনার মতো দেখতে বেলুনের মাধ্যমে মাদক পাঠানোর চেষ্টা চালানো হয়েছে। এমন একটি ঘটনায়, একটি বেলুনে স্ফটিক মেথ বা মেথামফেটামিন বহন করা হচ্ছিল—যা সময়মতো শনাক্ত করে ভূপাতিত করা হয়।
আরেক ঘটনায়, সীমান্ত বাহিনী সিরিয়া থেকে ছোড়া একটি রকেট আটক করে। এতে ৫০০ গ্রাম স্ফটিক মেথসহ মাদকদ্রব্য ছিল বলে নিশ্চিত করেছে জর্ডান সেনাবাহিনী।
নিয়মিত এসব অভিযানে জর্ডানের সশস্ত্র বাহিনীর তৎপরতা দেশটির সীমান্ত নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।