ইসরায়েল সংঘর্ষে কূটনৈতিক সমাধান চায় নয়াদিল্লি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

ইসরায়েল সংঘর্ষে কূটনৈতিক সমাধান চায় নয়াদিল্লি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, কূটনৈতিক উদ্যোগেই এই উত্তেজনা প্রশমিত করা সম্ভব। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় তিনি সংঘর্ষের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিকভাবে সংকট সমাধানের ওপর জোর দেন।

তবে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনায় শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) যেভাবে সরাসরি নিন্দা জানিয়েছে, ভারত তাতে সংযুক্ত হয়নি। এসসিও প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অসামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বকে খর্ব করেছে।

এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিওর অন্যান্য সদস্যদের কাছে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফোনালাপে নেতানিয়াহু ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করেন।

পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মোদি। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT