চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ পর্তুগালের প্রেসিডেন্ট অভিবাসন আইন-২৫ অনুমোদন স্থগিত করে আদালতে পাঠালেন ফার্মগেটে বিআরটিসি দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে
গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীর কাছাকাছি আসবে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

নাসার গ্রহ প্রতিরক্ষা দলের গবেষকরা জানিয়েছেন, শুরুতে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা প্রায় ৩ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে হয়েছে মাত্র ০.২৮ শতাংশ। যদিও পৃথিবীর জন্য আশঙ্কা কমেছে, তবে চাঁদের সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। আগে এই আশঙ্কা শূন্য থাকলেও এখন প্রায় ১ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নাসা।

যেহেতু গ্রহাণুটি আকারে বড়, তাই এটি পৃথিবীতে আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারত। ফলে বিজ্ঞানীরা এর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ২০২৪ সালে নাসার সেন্টার ফর নেওয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ জানায়, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল ২.৬ শতাংশ। তবে সাম্প্রতিক বিশ্লেষণে সেই হার কমে মাত্র ১.২ শতাংশ হয়েছে।

নাসার পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের ডিসেম্বরে গ্রহাণুটি পৃথিবীর মাত্র ৬৬ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে। যদিও এটি পৃথিবীতে আঘাত হানবে না, তবে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ২০২৮ সালের আগে আবারও গ্রহাণুটির গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT