ঢাকায় আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর!

ঢাকায় আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে
Yunus visits Aynaghar,ঢাকা, প্রধান উপদেষ্টা, মুহাম্মদ ইউনূস, র‍্যাব, ডিজিএফআই, গোপন বন্দীশালা, টর্চার সেল, গুম কমিশন, নির্যাতন, গণমাধ্যম, মানবিকতা, নৃশংস অত্যাচার, আইয়ামে জাহেলিয়ার, বন্দীশালা, গুমের শিকার, আইসিটির চিফ প্রসিকিউটর, তাজুল ইসলাম, খুপরি, মানবিক অধিকার, বিচারের আওতায়,আয়নাঘর পরিদর্শন
প্রধান উপদেষ্টা ড. ইউনুস আয়নাঘর পরিদর্শন করছেন, ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

আজ বুধবার ঢাকার তিনটি এলাকায় র‍্যাব ও ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা ও টর্চার সেল ( আয়নাঘর পরিদর্শন ) পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন ছয় জন উপদেষ্টা, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী, আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য ও গুমের শিকার আট জন ব্যক্তি।

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “যা দেখেছি তা বর্ণনা করার মতো নয়, এটি অবর্ণনীয়। যদি বর্ণনা করতেই হয়, তবে বলবো এটি এক বিভৎস দৃশ্য। মানবিকতা থেকে বহু দূরে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। গুমের শিকার যারা বেঁচে আছেন, তারা যে অভিজ্ঞতার কথা বলেছেন, তা অবিশ্বাস্য এবং নৃশংস অত্যাচারের চিত্র তুলে ধরে। বিনাদোষে তুলে এনে টর্চার করা হয়েছে। এটা কি আমাদের সমাজ? এই সমাজই কি আমরা গড়েছিলাম?”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, এই বন্দীশালা ও নির্যাতন কেন্দ্র তার একটি নমুনা। যে খুপরির মধ্যে বন্দীদের রাখা হয়েছে, গ্রামে মুরগির খাঁচাও তার চেয়ে বড়। মাসের পর মাস, বছরের পর বছর তাদের এভাবে বন্দী করে রাখা হয়েছে, ন্যূনতম মানবিক অধিকার থেকেও তারা বঞ্চিত।”

এটি আমাদের সবার ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, “যারা এসব কর্মকাণ্ড চালিয়েছে, তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। আমরা যদি এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে আনতে না পারি, তাহলে সমাজ টিকে থাকতে পারবে না।”

প্রধান উপদেষ্টা গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তারা কোদাল হাতে দেয়াল ভেঙে এসব টর্চার সেল আবিষ্কার করেছে। এই নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব না।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT