পাকিস্তানে থাকা ৪.৫২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত আনার উদ্যোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

পাকিস্তানে থাকা ৪.৫২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত আনার উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

স্বাধীনতার আগে অবিভক্ত পাকিস্তানে জমা থাকা প্রায় ৪.৫২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত আনার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই দাবি আগামী ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে উত্থাপন করা হবে। উল্লেখযোগ্যভাবে, এটি দুই দেশের মধ্যে গত ১৫ বছর পর প্রথমবারের মতো এমন উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, দাবি করা অর্থের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র, সরকারি তহবিল এবং বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ২০ কোটি ডলারের অনুদান, যা প্রথমে ঢাকায় জমা হলেও পরবর্তীতে লাহোরে স্থানান্তর করা হয়। এছাড়া, স্বাধীনতার পর অনেক বাংলাদেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান থেকে ফিরে এলেও তাদের জমানো অর্থ ফেরত দেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ ও সংগঠিত দাবিপত্র প্রস্তুত করেছে। এতে বকেয়া অর্থের বিভিন্ন উৎস ও নির্দিষ্ট অঙ্ক উল্লেখ রয়েছে। গত ২৭ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি দ্রুত পাঠানোর জন্য চিঠি দেয়।

২০১০ সালে সর্বশেষ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদে নিজেদের ন্যায্য হিস্যার দাবি তোলে। মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অংশীদারিত্ব ছিল ৫৬ শতাংশ, আর বৈদেশিক মুদ্রা অর্জনে অবদানের হিসাব অনুযায়ী তা দাঁড়ায় ৫৪ শতাংশে। এমনকি সমতা নীতিতেও বাংলাদেশ কমপক্ষে ৫০ শতাংশ দাবি করার অধিকার রাখে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এক হিসাব অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তান প্রায় ৯০ লাখ টাকা মূল্যের প্রভিডেন্ট ফান্ড আটকে রেখেছিল। যুদ্ধকালীন সময়ে রূপালী ব্যাংকের করাচি শাখায় জমা থাকা ১ কোটি ৫৭ লাখ টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে পাকিস্তান সরকার সেটিকে শেয়ারে রূপান্তর করলেও কোনো লভ্যাংশ প্রদান করেনি।

এছাড়াও অভিযোগ রয়েছে, পাকিস্তান সরকারের ইস্যু করা সঞ্চয়পত্র ও বন্ডের দায় বাংলাদেশ সরকার পরিশোধ করলেও তার কোন আর্থিক প্রতিফল পায়নি। এসব দাবির বিস্তারিত বিবরণ ‘স্টেটমেন্ট অব বাংলাদেশ ব্যাংক ক্লেইমস রিসিভেবল ফ্রম স্টেট ব্যাংক অব পাকিস্তান অ্যান্ড গভর্নমেন্ট অব পাকিস্তান’ শিরোনামের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সুত্র: টিবিএস

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT