সম্প্রতি ছাত্র-সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে কোনো সংবাদমাধ্যম লিখলে কলম ভেঙে দেওয়া হবে। জুলাই বিপ্লবের পর মিডিয়াগুলো দাবি করেছে যে বিগত হাসিনা সরকারের আমলে তারা নানাভাবে চাপে ছিলেন বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালিখি করতে নানাক্ষেত্রেই অপারগ হয়েছে।
দেশের সংবাদমাধ্যমগুলোর এই ওজর অনেকাংশেই মেনে নিয়েছে সাধারণ মানুষ।
সেই বিবেচনায় বর্তমানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নতুন করে তার পক্ষে লিখলে তার কলম ভেঙে দেওয়া হবে-সমন্বয়ক হাসনাতের এই বক্তব্যকে স্বাগতই জানিয়েছে দেশবাসী।
কিন্তু একটি গণমাধ্যম ইনিয়ে-বিনিয়ে ইচ্ছামতো লেখালিখির স্বাধীনতার পক্ষে, এমনকি শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে লেখারও স্বাধীনতা চেয়ে বসেছে।
হাসনাতের কলম ভাঙতে চাওয়াকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবেও দেখছে পত্রিকাটি।
ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে তাদের নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে,
“ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
তার এই মন্তব্য সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন?”
বিতর্কিত এই পোস্টকে অনেকে হঠকারিতা সাব্যস্ত করছেন।
তাদের যুক্তি হলো, জুলাই বিপ্লবের আগে যদি গণমাধ্যমগুলো সত্যিকার অর্থে চাপের কারণেই ফ্যাসিবাদের বিপক্ষে কলম ধরতে না পেরে থাকে, তাহলে এখন কীসের জন্য ফ্যাসিবাদের পক্ষে লেখার স্বাধীনতা চায়?
এরমানে কি ফ্যাসিস্ট হয়ে ওঠার স্বাধীনতা চাচ্ছে কিছু গণমাধ্যম?
এদিকে, কিছু গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, স্বাধীনভাবে কাজ করতে পারলে তারা নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন।
তবে যদি ক্ষমতার চাপ থাকে, তা হলে তাদের কলমের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।
Leave a Reply