নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ভারতের গৃহীত সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আধুনিক কৃষি: টেকসই কৃষি পদ্ধতিতে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ সালাতুল ইস্তিসকার আয়োজন করলে চাপ আসত ভারত থেকে যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের পথ মৃত্যুর মুখে শৈশবের শিক্ষা: ‘কালেমা’ পাঠে বাঁচলেন অধ্যাপক ও পরিবার নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি ঐক্যের পথে শীর্ষ ইসলামী দলগুলো

পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিস এর মন্তব্য

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে
সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘ডায়াসপোরা কমিটি ঘোষণা’ শীর্ষক সভায় অংশগ্রহন করেন  সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তিনি  লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশের ৩০ দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।

সভায় সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পর প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইলিয়াস হোসেন, পিনাকী ভট্টাচার্য ও কনক সরওয়ারের মতো সাহসী ব্যক্তিরা বিদেশে থেকেও সত্য কথা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

আরো পড়ুন:টিউলিপ সিদ্দিকের সম্পদ জব্দের উদ্যোগ যুক্তরাজ্যে

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করেছিল। সংবাদ প্রতিবেদন কেমন হবে, তা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হতো। কিন্তু বিদেশে থাকা ফ্রিল্যান্স সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য উন্মোচনে সাহসী ভূমিকা রেখেছেন।’

সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘একসময় ধারণা ছিল, মেধাবী ও সৎ ব্যক্তিরা রাজনীতিতে আসেন না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এখন আমরা বিভিন্ন পেশার মেধাবী মানুষদের রাজনীতিতে যুক্ত হতে দেখছি, যারা দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক।

আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

নবগঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটিতে অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদ্দীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম ও ফারিয়া ফাহি প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT